গার্ডেনরিচের ঘটনার এখনও একসপ্তাহও কাটেনি । এরই মধ্যে আরও একটি বহুতল ভেঙে পড়ার খবর সামনে এল । তবে এবার ঘটনাস্থল দিল্লি । সেখানে একটি দোতলা বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে । মৃতদের নাম আরশাদ (৩০) ও তৌহিদ (২০) । মৃতের সংখ্যা বাড়তে পারে । দিল্লির কবীর নগরের ওয়েলকাম এলাকার ঘটনা ।
জানা গিয়েছে, ওই দ্বিতল বাড়ির একতলায় একটি জিন্স তৈরির কারখানা ছিল । কাজ সেরে রাতে উপরের তলায় বিশ্রাম নেন কারখানার শ্রমিকরা । বুধবার রাতে সেখানেই ঘুমাচ্ছিলেন তাঁরা । জানা গিয়েছে, হঠাৎ রাত ২টো ১৬ মিনিট নাগাদ বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । বাড়ির নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল ।
উদ্ধারকার্যে নেমে আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয় । তাঁদের মধ্যে দু'জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আরও বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । বাড়ির মালিকের খোঁজে তল্লাশি চলছে ।