কল্যাণীতে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ । চলন্ত স্কুটিতেই গুলিবিদ্ধ হন অজয় মাহাতো নামে ওই ব্যক্তি । ঘটনায় তাঁর সঙ্গী এক যুবক জখম হয়েছেন বলে খবর । গুরুতর জখম অবস্থায় দু'জনকেই কল্য়াণীর জে এন এম হাসপাতালে ভর্তি করা হয় । তাঁদের মধ্যে অজয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
পুলিশ সূত্রে খবর, অজয় মাহাতোর বাড়ি কল্যাণীরই চরজাজিরা এলাকায় । মঙ্গলবার রাত ৯টা নাগাদ স্কুটিতে করে যাচ্ছিলেন অজয়। পিছনে বসেছিলেন । স্কুটি চালাচ্ছিলেন বিশ্বজিৎ মাহাতো নামে এক যুবক । অভিযোগ, সেইসময় অজয়কে লক্ষ্য় করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী । অজয়ের পিঠে ও পেটে গুলি লাগে । জখম হন বিশ্বজিতও । গুলির শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা । তড়িঘড়ি দু'জনকে কল্য়াণীর জে এন এম হাসপাতালে ভর্তি করা হয় । জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর বিশ্বজিৎ-কে ছেড়ে দেওয়া হয়েছে । তবে, অজয় মাহাতোর পরিস্থিতি সংকটজনক ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শক্রতার কারণেই এই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।