স্বাধীনতা দিবসের আগেই বড়সড় নাশকতার ছক বানচাল করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বাংলা-বিহার সীমান্ত থেকে দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। এর ফলে স্বাধীনতা দিবসের আগে আরও নজরদারি বাড়ানো হল বাংলা-বিহার সীমান্তে। যদিও এই ঘটনার রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে এই দুই কুখ্যাত দুষ্কৃতীকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। ধৃতদের নাম শেখ গুড্ডু এবং শেখ তানবীর। এদের দুজনের বাড়ি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামে। তাদের কাছ থেকে এক রাউন্ড গুলি এবং একটি ওয়ান শাটার পিস্তল উদ্ধার হয়েছে।
আরও পড়ুন- Anubrata Mondal: এসএসকেএম চত্বরে অনুব্রতকে নজিরবিহীন কটাক্ষ, 'গরুচোর' স্লোগানে বিব্রত তৃণমূল নেতা
উল্লেখ্য, বিহার সীমান্তবর্তী এলাকায় মাঝে মাঝেই অপরাধমূলক কাজকর্ম ঘটে। অপরাধীরা অপরাধ করে বিহার পালিয়ে যায় বলেও স্থানীয়দের অভিযোগ। এক্ষেত্রে এই ঘটনা নিঃসন্দেহে হরিশ্চন্দ্রপুর পুলিশের একটা বড়সড় সাফল্য বলেই মত প্রশাসনের। এরপর থেকেই সীমান্তে আরও আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।