ইউটিউবে নাচের ভিডিয়ো আপলোড করেছিলেন দুই তরুণী। সেই ভিডিয়ো অশ্লীল। এই অভিযোগে দুই শিল্পীকে মারধর। প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এমনকি গরম লোহার রডের ছ্যাঁকাও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহের দোপেরিয়া এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি একটি হিন্দি আইটেম গানে নাচ করে একটি ভিডিয়ো আপলোড করেছিলেন রহড়া থানা এলাকার ওই দুই তরুণী। গত ১২ সেপ্টেম্বর বন্ধুর বাড়ি যাওয়ার পথে ওই দুই তরুণী কয়েকজন অপরিচিত ব্যক্তির হাতে আক্রান্ত হন। মুখোশ পরে তারা বেধড়ক মারধর করে ওই দুই তরুণীকে। যে ভিডিয়ো ইতিমধ্যেই নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে, বা কারা এই মারধরের ঘটনায় যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্ত ওই দুই তরুণীর বয়ান রেকর্ড করা হবে বলে জানিয়েছে রহড়া থানার পুলিশ।