হুগলির উত্তরপাড়ার (Hoogly Uttarpara) বাসিন্দা কাঞ্চন বাগচী। সপরিবারে পুণে (Pune) যাচ্ছিলেন। কিন্তু বিমান দেরী করার কারণে পুণে না যাওয়ার সিদ্ধান্ত নেন। বাতিল করা হয় টিকিট। আচমকাই স্বামী-পরিবার ছেড়ে বিমানবন্দর (Kolkata Airport) থেকে উধাও হয়ে যান কাঞ্চনের স্ত্রী। নিখোঁজ ওই মহিলার নাম শুক্লা বাগচী। তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি মহিলার। থানার দ্বারস্থ পরিবার।
এয়ারপোর্টের (Airport) নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই পরিবার। মানসিকভাবে অসুস্থ ছিলেন ওই মহিলা। বিমানের টিকিট বাতিল হতেই আচমকা ডিপারর্চার গেট দিয়ে বেরিয়ে যান তিনি।
আরও পড়ুন- হরিদেবপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ধৃত ২
শুধুমাত্র বিমানে কলকাতা থেকে রওনা দেওয়ার জন্য ওই গেট দিয়ে প্রবেশে অনুমতি রয়েছে। বিমানবন্দর থেকে বের হওয়ার জন্য অ্যারাইভাল গেট ব্যবহার করা হয়। এক্ষেত্রে ডিপারর্চার গেট দিয়ে ওই মহিলা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবারের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের চিৎকার করে তাঁকে গেটে আটকানোর আবেদন জানানো হলেও তাঁরা কথা শোনেননি।