চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে আসানসোল জেলা হাসপাতালে (Asansol hospita) তুমুল ভাঙচুর হয়েছে। এই ঘটনায় অভিযোগ উঠেছে রোগীর পরিবারের সদস্যরা এবং তাঁর প্রতিবেশীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে।
সোমবার সকালে কাঞ্চন বাউরি নামে বুধা গ্রামের এক বাসিন্দাকে হাসপাতালে ভরতি করা হয়। কাঞ্চন পেশায় অ্যাম্বুলেন্স চালক। তাঁর প্যানক্রিয়াসে সমস্যা ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসা চলাকালীন সোমবার বিকেলে কাঞ্চনের মৃত্যু হয়। এই ঘটনার পরেই কাঞ্চনের পরিবারের লোকজন এবং প্রতিবেশীদের একাংশ হাসপাতালে এসে বিক্ষোভ দেখায়। তারা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে।
Birbhum Accident:বীরভূমের মেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নাগরদোলা, আহত ৬
বিক্ষোভ চলাকালীন হাসপাতালে ভাঙচুর শুরু হয়। নার্সদের একাধিক স্কুটি, হাসপাতালের আউটডোরে থাকা সাইনবোর্ড, রোগীদের বসার জন্য চেয়ার ইত্যাদি ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় আতঙ্কিত হাসপাতালে কর্মীরা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। ওই রোগী প্যানক্রিয়াসের গুরুতর সমস্যা নিয়ে ভরতি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।