রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলবে একটু খুঁড়িয়েই। প্রথম দিনই থাকছে ট্রেনে মোট ১৮টি স্টপেজ। রুট অনুযায়ী, এই ট্রেন হাওড়া থেকে সোজা মালদা। আর পরবর্তী হল্ট থাকবে নিউ জলপাইগুড়ি। পরে রেল বিজ্ঞপ্তি দিয়ে জানায় বোলপুর ও বারসোইয়ের নাম। তবে প্রথম দিন মোট ১৮টি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস।
জানা গিয়েছে, শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস প্রথমেই ডানকুনিতে দাঁড়াবে। এরপর কামারকুন্ডু, মসাগ্রাম, বর্ধমান, খানা হয়ে বোলপুরে ঢুকবে। এরপর আহমেদপুর, সাঁইথিয়া, রামপুরহাট, ছাতরা, নিউ ফরাক্কা হয়ে বন্দে ভারত যাবে মালদা। এরপর মুকুরিয়া থেকে বারসোইয়ে ঢুকবে। কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোডে থেমে নিউ জলপাইগুড়ি ঢুকবে ট্রেন।