রাজ্যে গণ পরিবহনের (Public Transport) ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে ট্র্যাকিং ডিভাইস (Tracking Device) । প্রতিটি গাড়িতেই যে এখন থেকে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইসের ব্যবস্থা থাকবে, আগেই সেকথা ঘোষণা করা হয়েছিল । এবার তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সোমবার উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছে । যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে ।
কীভাবে কাজ করবে এই ডিভাইস ? সিমকার্ডের মতো দুটি বিশেষ কার্ড বসানো হবে গাড়িতে । এই কার্ডের মাধ্যমে গাড়ির গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল থাকবে পরিবহন দফতর । কোথাও কোনও দুর্ঘটনা হলে, সেখবরও পৌঁছে যাবে থানায় । কলকাতার একটি মনিটারিং সেন্টার থেকে গাড়িগুলি পর্যবেক্ষণ করা হবে বলে জানা গিয়েছে । যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত সব ধরনের বাণিজ্যিক গাড়িতে আগামী ৩১ মার্চের মধ্যে এই ব্যবস্থা কার্যকর করতে হবে । নির্ধারিত সময়ের মধ্যে যে সব গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বসানো হবে না, তাদের প্রতিদিন লেট ফাইন হিসেবে দিতে হবে ৫০ টাকা ।
জানা গিয়েছে, গাড়িতে একটা প্যানিক বাটন থাকবে । কোনও যাত্রী বিপদে পড়লে তিনি নিজেই প্যানিক বাটন টিপে সরাসরি কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় থানায় বার্তা দিতে পারবেন । পথে কোনও দুর্ঘটনা ঘটলে, তা স্বয়ংক্রিয় ভাবে হবে । যন্ত্র বসানোর জন্য প্রায় ১০ হাজার টাকা খরচ হচ্ছে বলে জানা গিয়েছে।