উপরাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার রাজ্যে এলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) । মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছন তিনি । সন্ধেবেলায় একেবার সস্ত্রীক কালীঘাটে (Kalighat) দেখা গেল তাঁকে । স্ত্রীকে নিয়ে কালীঘাট মন্দিরে মায়ের (Jagdeep Dhankhar in Kalighat Temple) পুজো দেন । আরতি করেন । সেই পুরনো মেজাজেই দেখা গেল পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালকে ।
জানা গিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালে দিল্লি থেকে কলকাতায় আসেন ধনখড় । এদিন সন্ধেবেলায় সেই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে ধনখড় স্ত্রীকে নিয়ে সোজা চলে যান কালীঘাট মন্দিরে । সেখানে পুজো দেন । সাংবাদিকদের উদ্দেশেও নমস্কার জানান । তার পর বিয়েবাড়ির উদ্দেশে বেরিয়ে পড়েন সস্ত্রীক উপরাষ্ট্রপতি ।
আরও পড়ুন, Nadia Trident News : সমকামী বন্ধুদের যৌন চাহিদায় বাধা দেওয়ায় কি ক্রিশূলবিদ্ধ নদিয়ার যুবক ?
সাধারণত,নিয়ম অনুযায়ী, দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কলকাতায় এলে তাঁরা রাজভবনে থাকেন । তাই ধনখড়ের ক্ষেত্রেও একই নিয়ম বজায় থাকবে । নিজের পুরনো জায়গা অর্থাৎ কলকাতার রাজভবনেই রাত্রিবাস করবেন ধনখড়ও । বুধবারই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করেই কি ফিরবেন প্রাক্তন রাজ্যপাল ? সাধারণত, ব্যক্তিগত কাজে কলকাতায় এসেছেন জগদীপ ধনখড়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন জেলা সফরে ব্যস্ত । সেক্ষেত্রে কি এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ারই সম্ভাবনা বেশি ।