রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এবার সুপ্রিম কোর্টে গেলেন রাজভবনের ওই মহিলা কর্মী । জানা গিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেছেন তিনি । তবে, সুপ্রিম কোর্ট মামলাটি গৃহীত হয়েছে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি । উল্লেখ্য, ঘটনাচক্রে এই ঘটনার আগেই কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
২ মে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উত্তাল হয় রাজ্য রাজনীতি । ঘটনাকে কেন্দ্র করে চরমে ওঠে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব । এই ঘটনার পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যপাল । সম্প্রতি, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'রাজভবনে যা কীর্তি-কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে।'এরপরই হাইকোর্টে মানহানির মামলা করেন রাজ্যপাল । আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যপালের বিরুদ্ধে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে ।