সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গে প্রদর্শিত হবে না 'দ্য কেরালা স্টোরি'। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করার সময় 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটির কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তাই নিয়েই 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী আইনি নোটিস পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রীকে। একটি টুইট করে বিবেক অগ্নিহোত্রী জানান, “আমাদের সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’কে অপমান করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা ও অবমাননাকর মন্তব্য় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” তাই কাশ্মীর ফাইলস ছবির প্রয়োজক অভিষেক আগরওয়াল, পল্লবী যোশীর সঙ্গে সম্মিলিতভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে নোটিস পাঠিয়েছেন বিবেক অগ্নিহোত্রী।
উল্লেখ্য, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাশ্মীর ফাইলস কী? সমাজের একটা অংশকে অপমান করা হয়েছে। কেরালা স্টোরি কী? এটা একটা বিকৃত করা গল্প। বিজেপি কেরালা স্টোরিকে বিকৃত করে দেখাচ্ছে। কিছুদিন আগেই কিছু তারকা যাঁদের ফান্ড দেয় বিজেপি তাঁরা বাংলায় এসে বলে, কিছু মনগড়া ও বিকৃত গল্প নিয়ে তাঁরা বেঙ্গল ফাইলস বানাবে।’ মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে সাংবাদিক সম্মেলন করে সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে।