মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) প্রধানমন্ত্রী (Prime Minister) দেখতে চান। এমনটাই ভবিষ্যৎবাণী কপিল মুনি আশ্রমের (Kapil Muni Ashram) প্রধান জ্ঞানদাস মহন্তের। তিনদিনের গঙ্গাসাগর সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কপিল মুনির আশ্রমে পৌঁছে পুজো দেন মমতা। এদিন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আশ্রমের প্রধান বলেন, "মমতা প্রধানমন্ত্রী হলে দেশের কল্যাণ হবে।"
এদিন কপিলমুনির আশ্রম থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এই মেলা কুম্ভ মেলার থেকে কম পবিত্র নয়। কথা বলে- সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা বহুবার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানিয়েছে, এই মেলাকে জাতীয় স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু কোনও সাড়া পাইনি।মনে করি, একে দ্রুত জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা উচিত।" গঙ্গাসাগরে মেলায় যাতায়াতের জন্য ব্রিজ দরকার। সেই ব্রিজ নিয়েও কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: গঙ্গাসাগর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর
বিধানসভা নির্বাচনে ভালো ফলের পর জাতীয় স্তরে সংগঠন মজবুত করছে তৃণমূল। সেই মতো বদলাচ্ছে কর্মসূচিও। সমর্থন আছে দেশের বিরোধী শিবিরেও। এই পরিস্থিতিতে কপিল মুনির আশ্রমের প্রধান জ্ঞানদাসের মহন্তের কথা বেশ তাৎপর্যপূর্ণ। শাসকদলের মতে, এই মন্তব্য করে মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করেছেন তিনি।