এবার থেকে রাজ্যজুড়ে ডেঙ্গিতে মৃত্যুর অডিট করবে স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরির নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। কমিটিতে থাকবেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা, জনস্বাস্থ্য অধিকর্তা এবং হেলথ সার্ভিসেসের যুগ্ম অধিকর্তা।
বর্ষার মরসুম শুরু হতেই রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ডেঙ্গির প্রকোপ শুরু হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের কিছু জায়গায় ডেঙ্গি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনাগুলি খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি তৈরি করে দিল রাজ্য স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন- Dilip Ghosh:'দম থাকলে অ্যারেস্ট করে দেখাক', রাজ্যপালের কাছে তৃণমূলের নালিশ নিয়ে দিলীপের চ্যালেঞ্জ
স্বাস্থ্য দফতর নির্দেশিকায় জানিয়েছে, এই বিশেষজ্ঞ কমিটি মৃতের চিকিৎসার খুঁটিনাটি ও ডেথ সার্টিফিকেট খতিয়ে দেখে রোগীর মৃত্যু ডেঙ্গিতেই হয়েছে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে এই সংক্রান্ত সমস্ত তথ্য বিশেষজ্ঞ কমিটিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।