বিগত দুদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বুধবার থেকে পরিস্থিতি সামান্য বদল হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এদিন ঝড়, বৃষ্টি কিছুটা কম হবে। তবে কয়েকটি জেলায় প্রায় সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুরের দিকে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে।
কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিন দিন উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। তবে বৃহস্পতি ও শুক্রবার সন্ধের দিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, দুই বর্ধমান, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার আকাশ রয়েছে। বেলা বাড়তেই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।