গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের। বৃষ্টি কবে হবে, সবাই সে দিকে চেয়ে। তবে এখনই আশার কথা শোনাল না আবহাওয়া দফতর (Alipur Weather Update)।
বৃষ্টির জন্য আরও অপেক্ষা করতে হতে পারে। এমনই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বৃষ্টির সামান্য সম্ভবনা থাকলেও কলকাতা, দুই চব্বিশ পরগনায় আগামী দিন পাঁচেক একইরকম তাপমাত্রা (temperature) থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে মধ্য় ভারতে (Central India) নিম্নচাপ রয়েছে। তাছাড়া ঝাড়খণ্ডের ওপর একটা ঘূর্ণাবর্ত হয়েছে।