শাহরুখ খান ব্যস্ত, সময় দিয়ে পারেন না, তাই টলিউডের 'মহানায়ক' দেব-ই এবার থেকে বাংলার পর্যটনের ব্র্যান্ড অ্য়াম্বাসেডর। বুধবার নবান্নতে এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নের সভাঘরে ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠক। সেই বৈঠকে হাজির ছিলেন দেবও। এই বৈঠকের একেবারের শেষের দিকে এসে এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রস্তাবে রাজি হয়ে যান দেব-ও।
তবে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন না দেব। তাঁকে পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারিভাবে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। মমতা দেব'কে বলেন, ‘আমাদের শাহরুখ আছে, কিন্তু সে তো খুব ব্যস্ত, টাইম পায় না বেচারা। তাই তুমি পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও'।
এই বিষয়টি নিয়ে বিজ্ঞাপন বানানোর জন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন চিত্র পরিচালক গৌতম ঘোষকে। দেবের উদ্দেশে মমতা বলেন, ‘তুমি আরও দু’তিনজনকে নিয়ে নিয়ো।’