রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে নয়া উদ্যোগ রাজ্যের। আর্থিক সংকট কাটিয়ে আয় বাড়াতে এবার জেলায় জেলায় ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে সরকারি মদের দোকান খুলছে রাজ্য। আয় বৃদ্ধির পাশাপাশি, বিষমদ বিক্রয় নিয়ন্ত্রণেও এই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশনের তরফে ইতিমধ্যেই ডাকা হয়েছে টেন্ডার। এই প্রয়াসের নাম দেওয়া হয়েছে 'বেভকো রিটেল শপ'।
আরও পড়ুন: রাস উৎসবে আসছেন মুখ্যমন্ত্রী, শান্তিপুরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা
একাধিকবার এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেছেন টাকা দিচ্ছে না কেন্দ্র। প্রায় খালি হতে বসেছে রাজ্যের কোষাগার। নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে মদবিক্রির ছাড়পত্র দিচ্ছে নবান্ন। জানা গিয়েছে আপাতত, উত্তরবঙ্গের তিন জেলা আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিংয়ে খোলা হবে দোকান৷
নবান্ন সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েত এলাকায় ফ্র্যাঞ্চাইসি নিতে দিতে হবে ১ লাখ টাকা, পুর এলাকার জন্য দেড় লাখ এবং পুরনিগমের জন্য ৪ লক্ষ টাকা দিতে হবে। এই মদের দোকানে মিলবে ভারতীয় মদ এবং ভারতে তৈরি ফরেন লিকার।