আসানসোলের (Asansol Stampede) সভা পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ জনের। এবার মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিল রাজ্য। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
বুধবার আসানসোলে একটি সভা থেকে কম্বল বিতরণের অনুষ্ঠান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয় এক কিশোরী সহ তিনজ নের। বৃহস্পতিবারই মৃত ও আহতেদর পরিবারের পাশে দাঁড়াল রাজ্য। বৃহস্পতিবার রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ক্ষতিপূরণের চেক তুলে দেন।
আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবের পোস্টারে দারুণ চমক, প্রশংসায় পঞ্চমুখ পরিচালক থেকে অভিনেতা
উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এছাড়া যারা হাসপাতালে ভর্তি আছেন, তাদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।