চিন-আমেরিকা সহ বিশ্বের নানা দেশে ফের অতিমারীর প্রকোপ বাড়ায় নড়েচড়ে বসেছে কেন্দ্র। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলে রাজ্যকে চিঠিও পাথিয়েছে কেন্দ্র। কিন্তু বাংলায় সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী নয়, তাই কোভিড মোকাবিলায় আপাতত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ কৌশলেই এগোতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর। অর্থাৎ, পরিস্থিতি বুঝেই ব্যবস্থা।
রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দশের নীচে রয়েছে আপাতত। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করোনা নজরদারি কমিটি গড়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের নেতৃত্বে বৃহস্পতিবার একটি বৈঠকও হয় কমিটির।
স্বাস্থ্যভবন সূত্রে খবর, পরিস্থিতি বুঝে পদক্ষেপ করার পক্ষেই রায় দিয়েছেন কমিটির সদস্যরা। সংক্রমিতদের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হবে। সংক্রমণ রোখার পাশাপাশি ভাইরাসের রূপগুলি কী ভাবে চরিত্র পাল্টাচ্ছে, তা নজরে রাখা হবে।