সন্দেশখালিতে নারীদের উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল । কিন্তু, পুলিশ বলছে এরকম কোনও অভিযোগ তাঁরা পাননি । রাজ্য পুলিশের দাবি, ভুল তথ্য ছড়ানো হচ্ছে । সম্প্রতি, সন্দেশখালি নিয়ে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে গঠিত পুলিশের ১০ সদস্যের তদন্তকারী দল এলাকা পরিদর্শন করেন । তাঁদের দাবি, সন্দেশখালির কোনও মহিলা পুলিশের কাছে যৌন নির্যাতনের অভিযোগ করেননি ।
রাজ্য পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ভুয়ো তথ্য যাঁরা ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে । তবে, আর যে সব অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ । অন্যদিকে, সন্দেশখালিতে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ । তাঁরও দাবি, বাংলার বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচারের চেষ্টা করা হচ্ছে । কিন্তু, এদিকে বিরোধীদের বিক্ষোভ চলছে । বুধবারই সন্দেশখালি যাওয়ার পথে বিক্ষোভের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত মজুমদার ।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। এই ঘটনায় নারী নির্যাতনের অভিযোগ করা হয়েছিল । যদিও ঘটনাস্থল পরিদর্শনের পর রাজ্য মহিলা কমিশনের দাবি তাঁরা এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেছেন । তাতে যৌন নির্যাতনের অভিযোগ তাঁরা পাননি । অন্যদিকে,জাতীয় মহিলা কমিশনও সন্দেশখালি পরিদর্শনের পর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চায়নি ।
এদিকে, বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমা পড়েছে সন্দেশখালির রিপোর্ট। অমিত শাহের মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দিয়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর নিজের রিপোর্টে শাহজাহান শেখ, শিবপ্রসাদ হাজরা-সহ এই ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করেছেন তিনি । তাদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে । রিপোর্ট জমার পাশাপাশি, এই ঘটনায় একগুচ্ছ পরামর্শও দিয়েছেন তিনি । তারমধ্যে রয়েছে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত। রাজ্যপালের এই রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলে পাল্টা অভিযোগ করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ।