বীরভূমের রামপুরহাটের (Rampurhat) ঘটনায় মৃতের সংখ্যা ৮। সাংবাদিক বৈঠক করে এ-কথা জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তিনি জানিয়েছেন, সোমবার রাতের ঘটনায় ৩-৪ জন আহত হয়েছিলেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে একজন মারা যান মঙ্গলবার সকালে। এছাড়াও ঘটনাস্থলের একটি বাড়ি থেকে ৭ জনের দেহ উদ্ধার হয়েছে। যাঁর বাড়ি থেকে এতগুলি দেহ উদ্ধার হয়েছে, তাঁর নাম সঞ্জু শেখ।
তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এই সঞ্জু শেখ জড়িত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন, প্রতিহিংসার বশে এই আগুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ডিজি জানিয়েছেন, রামপুরহাটের ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় ওসি এবং এসডিপিও-কে সরিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১১ জনকে।
আরও পড়ুন: Rampurhat Murder: মমতার নির্দেশে রামপুরহাটে ফিরহাদ, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওড়াল তৃণমূল
আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা আনিস খান (Anish Khan) খুনের ঘটনায় সিট (SIT) গঠন করেছে রাজ্য। সেই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং। রামপুরহাটের ঘটনাতেও রাজ্যের তৈরি সিট-এর নেতৃত্ব দেবেন তিনিই। ডিজি মনোজ মালব্য জানিয়েছেন, এই ঘটনায় জ্ঞানবন্তকে সাহায্য করবেন আরও দুই প্রথমসারির পুলিশ আধিকারিক।