মাঝ ডিসেম্বরেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ (mercury)। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
গত শনিবার দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আমেজে (Winter) বাধাপ্রাপ্ত হয় বাংলায়। এক রাতে দু’ডিগ্রির বেশি পারদ চড়ে কলকাতায়। শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা নেমেছিল ১৫.৬ ডিগ্রিতে। ঘূর্ণিঝড় মান্দাসের পরোক্ষ প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের সব রাজ্যেই আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দেয় আলিপুর আবহাওয়া দফতর।
Qatar World Cup Team Argentina : মেসির বুকে আর এক লিও, লুসাইল থেকে সমালোচকদের জবাব
আবহবিদরা জানিয়েছেন, শীঘ্রই নিম্নচাপের ভ্রূকুটি উপেক্ষা করে শীত দাপট দেখবে কলকাতা।