ভয়ঙ্কর তাপপ্রবাহে নাজেহাল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। পরিস্থিতি এতটাই খারাপ যে, বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গরম ও অস্বস্তি থাকবে উত্তরবঙ্গের নিচের তিনটি জেলা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে গরম, ঘাম, তীব্র অস্বস্তি সবই থাকবে।