আশায় আশায় বসে ছিল দক্ষিণবঙ্গবাসী, কিন্তু লক্ষ্মীবারেও বর্ষা প্রবেশ করল না দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার জন্য আরও দু'তিনদিন অপেক্ষা করতে হবে। পুরোদমে বর্ষা ঢুকতে আরও কিছুটা দেরি।
এমনিতে ১১ জুন দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটে। তবে এবার পাঁচদিন কেটে গেলেও দেখা নেই বর্ষার। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দু'তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে।
আপাতত দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী তিন-চারদিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।