ভ্যাপসা গরমে অতিষ্ঠ বঙ্গবাসী | বৃষ্টির অপেক্ষায় চাতকের মতো চেয়ে সকলে, কিন্তু আসবে আসবে করেও বর্ষার দেখা নেই | তবে হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে |
আকাশ মেঘলা, প্রখর রোদ নেই, কিন্তু এর জেরে গরমের কোনও কমতি নেই | আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা | দিনভর মেঘলাই থাকবে আকাশ, সঙ্গে আপেক্ষিক আদ্রতা অস্বস্তি বাড়াবে | এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
Neeraj Chopra : অলিম্পিকসের আগেই সোনা জয় নীরজ চোপড়ার, আক্ষেপ রয়ে গেল ৯০ মিটারের
পূর্বাভাস, আগামী তিন চার দিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সঙ্গে বর্ষার আগমনও ঘটবে | তবে বৃহস্পতিবারের আগে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।