রাজ্য থেকে শীত (Winter) বিদায়ের পালা শুরু হয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata)। শনিবার থেকে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
ঠান্ডা আর বাড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বরং ভরা মাঘেই গরমের পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়াও আটকে যাবে। বিপরীত ঘূর্ণাবর্তের জেরে আবার প্রচুর জলীয় বাষ্পে ঢুকবে রাজ্যে।স্বাভাবিক ভাবেই রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। একদম সকালে ও রাতের দিকে শীতের আমেজ থাকতে পারে। তবে দিনের বেলা বেশ গরম অনুভূত হতে পারে।
Amazon,Netflix Subscription: জিও রিচার্জেই মিলবে নেটফ্লিক্স, প্রাইম, জানুন কোন প্ল্যানে
Saraswati Puja 2023 Date and Time: কবে সরস্বতী পুজো? জানুন দিনক্ষণ
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসেই পড়েছে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো। আবহাওয়ার পূর্বাভাস বলছে, গরমেই কাটবে বাঙালির প্রেমদিবস। কলকাতার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে সে সময়।