গোটা রাজ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমি বায়ু আটকে থাকায় এবার বর্ষা এসেছে খানিক দেরি করেই। শনিবার কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের আকাশ কার্যত মেঘলা। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর ২৫ এবং ২৬ বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা বাড়বে। এর জেরে জেলাগুলির তাপমাত্রা কমবে ৩ থেকে ৪ ডিগ্রি।
PM Narendra Modi: মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ, প্রধানমন্ত্রীর শব্দবন্ধেই টি-শার্ট উপহার জো বাইডেনের
বর্ষার আগমনে দাবদাহ থেকে খানিক স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। সন্ধের দিকের আবহাওয়া থাকছে মনোরম। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।