মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। লেগেই রয়েছে বৃষ্টি৷ সারাদিন এমনই থাকবে আবহাওয়া, জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘন মেঘে ঢাকতে পারে তিলোত্তমার আকাশ। এরপর, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে৷
তবে বৃহস্পতিবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা। ফিরতে পারে ভ্যাপসা গরম। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে। এক ধাক্কায় কমেছে দক্ষিণ বঙ্গের তাপমাত্রাও৷ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।