পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্নাবর্তের কারণে শীতের লুকোচুরি চলবে আরও কয়েকদিন। শুক্রবার কিছুটা আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস (Weather Update Office)। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলায় কিছুটা হলেও ফিরবে শীতের (Winter) আমেজ। তবে, জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না।
রবি ও সোমবার নামবে পারদ। এর পরবর্তী ২ দিন তাপমাত্রা আবারও চড়তে শুরু করবে। আগামী কয়েকদিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে।
গতকাল কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ১৮.৮ ডিগ্রি এবং ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন ও তাপমাত্রা দুটোই স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি।