কথা ছিল শনিবার থেকে হওয়া বদলের। কিন্তু শুক্রবার দুপুরেই সন্ধ্যে নেমে এল রাজ্যের বিভিন্ন জেলায়। বর্জ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির খবর পাওয়া গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জানা গিয়েছে, বাঁকুড়া-বীরভূমে এদিন দুপুরে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি। কলকাতা-সহ হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে ঝড় জলের খবর পাওয়া গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে অপেক্ষাকৃত ভারী বৃষ্টি (Rain in Bengal) হতে পারে ।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনি-রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা । এছাড়া, বাকি জেলাগুলিও বৃষ্টিতে ভিজবে । মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে । সেক্ষেত্রে, উইকেন্ডে পুজোর বাজার মাটি করে দিতে পারে বৃষ্টি । হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে ।