পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বেশ কয়েকদিন ধরে রাজ্যজুড়ে (West Bengal Weather Update) পারদ ঊর্ধ্বমুখী । মাঘেই শীত (Winter) যেন পথ হারাচ্ছে । তবে, গত দু'দিন ধরে পারদ নিম্নমুখী । সোমবারও কলকাতার তাপমাত্রা কমে ১৫ ডিগ্রিতে পৌঁছেছে । বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি । সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। তবে, মঙ্গল ও বুধে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে । বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পরিবর্তন হবে । ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে পারদ । আগামী সোমবার পর্যন্ত শীতের স্পেল বজায় থাকবে ।
আরও পড়ুন, Mamata Banerjee: সোমবার 'কেষ্ট-হীন' বীরভূমে প্রথম সফর মুখ্যমন্ত্রীর, যাবেন মালদা ও বর্ধমানেও
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । শুধু দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে ।