এবার কি স্বস্তি মিলবে? কারণ সুখবর দিল আবহাওয়া দফতর। জোড়া ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে বুধবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তারই সঙ্গে মিশেছে আরও একটি ঘুর্নাবর্ত। এর জেরেই রাজ্যের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং। আগামী সপ্তাহে উত্তরের আরও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।