নিরদিস্ত সময়ের দু দিন আগেই দেশে প্রবেশ করল বর্ষা (Monsoon)। জুন মাসের প্রথমে বর্ষার আগমন হলেও এবারে তার ঠিক দুই দিন পূর্বেই এসে পৌঁছলো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। সারা দেশের মানুষকে স্বস্তি দিল আবহাওয়া দফতরের নির্দেশিকা (Weather Office)।
বিগত বেশ কিছু বছরের রেকর্ড ভেঙে এবার বর্ষার এত দ্রুত আগমন ঘটলো দেশে। বিগত বেশ কয়েক বছর ধরেই জুনের দ্বিতিয় সপ্তাহে দেশে প্রবেশ করছিল বর্ষা- (Monsoon)।
ইতিহাসে গুজরাত, আইপিএল থেকে প্রাপ্য নেতা হার্দিক
এখন প্রশ্ন উঠতে আরম্ভ করেছে তবে কি বাংলাতেও সময়ের আগেই এসে পৌঁছবে বৃষ্টি (Bengal rain)? সাধারণত, আগে উত্তরবঙ্গে কড়া নাড়ে মৌসুমী বায়ু এবং এরপর তা ক্রমশ অগ্রসর হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করে। বিশেষজ্ঞদের মতে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই বাংলায় ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু।