জুলাই মাসের তিনদিন কেটে গেল । দক্ষিণে ভারী বৃষ্টি সেরকমভাবে হয়নি । তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে । কয়েক জয়াগায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে । ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা । হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলায় । সপ্তাহের প্রথমদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বর্জ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে । তবে, সোমবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে । আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা উপকূলে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্নাবর্ত তৈরি হয়েছে । এই ঘূর্নাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে । ফলে সপ্তাহের প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।