দেবীপক্ষ পড়ে গিয়েছে। মহালয়াতেই শহরের বড় বড় মণ্ডপে ঠাকুর এসে গিয়েছে। খাতায় কলমে দ্বিতীয়া হলেও আকাশের মুখ ভার, শরতের রেশ নেই ছিটেফোঁটাও। পঞ্চমী থেকে দশমী, অর্থাৎ পুজোর আসল দিনগুলোয় কেমন থাকবে আকাশের মন মেজাজ? জেনে নেওয়া যাক।
শুক্রবারই প্রাক পুজো নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ তবে ভাল খবরও আছে। পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
শুক্রবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।
দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উপকূল ও উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
শহর কলকাতায় দিনভর মূলত মেঘলা আকাশ থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।