বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone) মান্দাস । দক্ষিণ ভারতের কয়েকটি জায়গায় এর প্রভাব পড়লেও, পশ্চিমবঙ্গে (West Bengal Weather Update) সরাসরি কোনও প্রভাব পড়বে না । তবে, তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর । যদিও, বুধবার তাপমাত্রা সামান্য কমেছে (Temparature Decreasing) । সকালেও বেশ ঠান্ডা অনুভূত হয়েছে । তবে, বৃহস্পতিবার পর্যন্তই শীতের এই আমেজ বজায় থাকবে । শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে ।
আজ, বুধবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে । শুষ্ক আবহাওয়া থাকবে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । এদিন, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস । যা মঙ্গলবার ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস । এদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে । উত্তুরে হাওয়া বাধা পেতে শুরু করেছে । সেকারণেই আগামীদিনে তাপমাত্রা বাড়বে বলে খবর । নিম্নচাপ কাটলেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রাজ্য়ে ।
আরও পড়ুন, Baruipur Shootout : বারুইপুরে মাঝরাতে চলল গুলি, মৃত ১, গুলিবিদ্ধ আরও এক ব্যক্তি
মৌসম ভবনের তরফে জানান হয়েছে, আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে । আগামী ২৪ ঘন্টায় এই নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে । এরপর উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে যাবে । দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে । এর অভিমুখ হবে তামিলনাডু । বুধবার রাত থেকেই প্রভাব পড়তে শুরু করবে তামিলনাডু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ।