অসহ্য দাবদাহ থেকে মুক্তির স্বস্তি পাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু প্রবল ঝড়বৃষ্টির দাপটে ইতিমধ্যেই রাজ্যে প্রাণ হারিয়েছেন ৭ জন৷ মঙ্গলবারও প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হবে বিভিন্ন জেলায়। হাওয়ার গতিবেগ পৌঁছাবে ৫০-৬০ কিমিতে। বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে৷ ৭ থেকে ১১ সেমি বৃষ্টিপাত হতে পারে।
আপাতত দুর্যোগ চলবে৷ বুধবারওরাজ্যের পূর্ব ও দক্ষিণ-পূর্বের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে।