গত দুদিনে কলকাতার তাপমাত্রা একলাফে কমে গিয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। গোটা দক্ষিণবঙ্গেই ঘনিয়ে উঠেছে দুর্যোগ। আবহাওয়া দফতর জানিয়েছে, সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও খারাপ আবহাওয়া। সেখানেও বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯০ শতাংশ।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। রাতারাতি অনেকখানি কমে গিয়েছে কলকাতার তাপমাত্রা।