পুজোর বাকি আর কয়েকটা দিন। তার আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি উত্তরবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
ফের বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। শক্তি বাড়িয়ে আজকের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে ঘুর্নাবর্তটি। শুক্রবার দুপুরের পর থেকেই রাজ্যের উপকূল এবং ওডিশা সংলগ্ন জেলাগুলিতে আছড়ে পড়বে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্র এবং শনিবার উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির পরিমাণ। আকাশ টানা মেঘলাই থাকবে।