গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গে অবশেষে স্বস্তির বৃষ্টি। বিকেল গড়াতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামল পুরুলিয়ায়। এমনকি শিলাবৃষ্টিও হয় বেশ কিছুক্ষণ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া ছাড়াও নদিয়া-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে সোমবার বিকেলে।
ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আর তার জেরেই সমুদ্রে দমকা হাওয়া বইতে শুরু করেছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট দেখা গিয়েছে।
আরও পড়ুন - বাড়ছে জলীয় বাষ্পের আনাগোনা, আরও নামবে তাপমাত্রা
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হতে পারে। বইতে পারে দমকা হাওয়া।