ফের ব্যবহারকারীদের জন্য নয়া সুবিধা আনল হোয়াটসঅ্য়াপ। এবার থেকে টেক্সট ফর্মাটিংয়ের সুবিধা পাবেন প্রত্যেক Whatsapp ব্যবহারকারী। অ্য়ান্ডরয়েড এবং iOS ব্যবহারকারীদের জন্য নয়া এই ফিচার চালু করতে চলেছে মেটার এই প্ল্যাটফর্মটি।
কী কী সুবিধা থাকবে
হোয়াটসঅ্য়াপ বিটা ইনফোর তরফে ওই আপডেটের বিষয়ে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে নতুন ফিচারে, বুলেট লিস্ট, নাম্বারড লিস্ট, ব্লক কোট এবং ইনলাইন কোডের অপশন থাকবে। এতদিন এই ফিচারগুলি সাধারণত গুগল ডকস, মেইল বা অন্য টেক্স রাইটিং টুলে ব্যবহার করা হত। কিন্তু এবার থেকে Whatsapp এই পাওয়া যাবে নয়া এই ফিচারগুলি।
যদিও এই ফিচারগুলি কবে থেকে লাইভ হবে তা জানা যায়নি। এক্ষেত্রে Whatsapp-এর নয়া কোনও আপডেট একসঙ্গে সব ফোনে পাঠানো হয় না। সেক্ষেত্রে ধাপে ধাপে বিভিন্ন ফোনে এই আপডেটগুলির সুবিধা পাওয়া যাবে।