প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। মানিক ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে রহস্যজনক ২ ব্যক্তির নাম পাওয়া গিয়েছে বলে দাবি ইডির তদন্তকারী আধিকারিকদের।
ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যের মোবাইল থেকে বেশ কিছু চ্যাট হাতে পেয়েছেন তদন্তকারীরা। RK এবং DD নামে দুই ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় মানিকের। RK আর DD দুই ব্যক্তির নামের আদ্যক্ষর। মানিকের ফোন বাজেয়াপ্ত করে দেখা গিয়েছে, RK নামের ওই ব্যক্তিকে মানিক লিখেছেন, ‘তালিকা অনুমোদিত হয়েছে, অনুমোদন করেছে DD।’ কীসের অনুমোদন নিয়ে চ্যাট, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, TET দুর্নীতি কাণ্ডে চার্জশিটে ED জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের ফোনেও মানিক ভট্টাচার্যের নাম পাওয়া গিয়েছে। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় বেশ কিছুদিন তাঁকে গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার রাতভর জেরার পর মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেন ইডি কর্তারা।