বেলুড় মঠের (Belur Math) পর এ বার দক্ষিণেশ্বর (Dakshineshwar Temple)। নতুন বছরের প্রথম দিন বন্ধ থাকছে দক্ষিণ্বেশ্বর মন্দিরের দরজাও। মঙ্গলবার বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিলেন মন্দির কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে (COVID Situation) ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
তবে মন্দির বন্ধ থাকলেও, রীতি মেনে মায়ের পুজো হবে। বছরের প্রথম দিন হাজার হাজার মানুষ হাজির হন দক্ষিণেশ্বরে। কল্পতরু উৎসব উপলক্ষে পঞ্চবটীকে ঘিরে মেলাও বসে। তবে করোনার জেরে আগের বছরও দর্শনার্থীদের প্রবেশানুমতি ছিল না কল্পতরু উৎসবে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বেলঘরিয়া থানা করোনা পরিস্থিতে বছরের প্রথম দিন মন্দির বন্ধ রাখার সুপারিশ করে।
ক্রমশ বাড়ছে ওমিক্রন আতঙ্ক, বিদেশ ফেরত যাত্রীদের ওপর কড়া নজরদারি রাজ্যের