এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত তাপস মণ্ডলের নামে 'বিস্ফোরক' অভিযোগ তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের(Kuntal Ghosh's Wife) স্ত্রী জয়শ্রীর। তাঁর দাবি, নিউটাউনের যে ফ্ল্যাটে ইডি তল্লাশি চালায়, সেখানেই থাকতেন তাপস মণ্ডল এবং তাঁর সহযোগী তাপস মিশ্র। জয়শ্রীর দাবি, লকডাউনে ওই ফ্ল্যাট থেকেই নিয়মিত ব্যবসার কাজ এবং কলেজ সংক্রান্ত কাজকর্ম সারতেন তাপস(Tapas Mondal ED Custody)। কিন্তু আগে জয়শ্রীর সেই অভিযোগ অস্বীকার করেন তাপস নিজে। তিনি সেখানে গেলেও কখনই ওই ফ্ল্যাটে থাকেননি বলে জানান তাপস মণ্ডল। সেই দাবির প্রেক্ষিতেই আরও একবার ইডিকে ওই ফ্ল্যাটে তল্লাশি চালাবার আর্জি জানান ধৃত তৃণমূল যুবনেতার স্ত্রী(Kuntal Ghosh on SSC Scam)।
তাঁর অভিযোগ, লকডাউনে দিনের পর দিন তাপস মণ্ডল(ED on Tapas Mondal) এবং তাপস মিশ্র তাঁদের ওই ফ্ল্যাটে থেকেছেন। এমনকি, তাঁদের থাকার বিভিন্ন প্রমাণ এখনও সেই ফ্ল্যাটে রয়ে গেছে বলেও জানান জয়শ্রী। ইতিমধ্যেই তাপস মডলের সঙ্গী তাপস মিশ্রের সন্ধানে নেমেছে পুলিশ।
আরও পড়ুন- US Shootout: ফের ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলা, মৃত ২ ছাত্র সহ ৯ জন, গ্রেফতার বেশ কয়েকজন
উল্লেখ্য, কুন্তল ঘোষকে(Kuntal Ghosh on Tapas Mondal) আদালতে তোলার পর ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, নিয়োগ দুর্নীতি প্রশান্ত মহাসাগরের মতো বড়। পাশাপাশি ইডি দাবি করে, তদন্তে নেমে ৩০ কোটি টাকার হদিশ পেয়েছে। ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে একটি কালো ডায়েরি পাওয়া গিয়েছে তারা। সেই ডায়েরিতে সাংকেতিক ভাষায় অনেক তথ্য পাওয়া গিয়েছে। রবিবারই কুন্তল ঘোষ দাবি করেন, তিনি কারও থেকে টাকা নেননি। টাকা নিয়েছেন কোনও তৃতীয় ব্যক্তি। তিনি ১০ শতাংশ কমিশন নিয়েছেন।