মালদায়(Malda) হাতেনাতে ধরা পড়ে গেল হবু বরের জারিজুরি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণার(Fraud) অভিযোগ উঠল খোদ পাত্রের বিরুদ্ধে। জানা গেছে, কলেজের প্রফেসর(Professor) পরিচয়ে এক মহিলা স্বাস্থ্যকর্মীর(Health Worker) থেকে ধাপে ধাপে প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা নিয়েছিল ওই ব্যক্তি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইংরেজবাজার থানায়(Englishbazar Police Station) অভিযোগ দায়ের করেছে পাত্রীর বাড়ির লোকজন।
বিয়ের বিজ্ঞাপন থেকেই তিন বছর আগে মহিলা স্বাস্থ্যকর্মীর(Health Wrker) সঙ্গে আলাপ হয় অভিযুক্ত সুমন মজুমদারের। তিনি নিজেকে কলেজের প্রফেসর(Professor) বলে দাবি করেন। পাশাপাশি, অভিযুক্ত নিজেকে মালদার(Malda) সর্বমঙ্গলাপল্লী এলাকার বাসিন্দা বলে জানান। জানা গেছে, মহিলা স্বাস্থ্যকর্মীর নাম পূজা সেন। তাঁর বাড়ি আলিপুরদুয়ার(Alipurduar) শহরে। তাঁর বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মী। অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে পাত্রীর বাড়ির অভিযোগ, বিয়ে ঠিক হওয়ার পর আসবাবপত্র এবং অন্যান্য খরচের কথা বলে ধাপে ধাপে প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত।
আরও জানা গেছে, বারবার বিয়ের তারিখ পিছোতে শুরু করায় সন্দেহ হয় কনেপক্ষের। পাত্রীর বাড়ির লোকেরা যোগাযোগ করা চেয়েও ফোনে পাননি অভিযুক্তকে। শেষপর্যন্ত পাত্রীর বাড়ির লোকজন পাত্রের সন্ধানে এসে বাড়ি খুঁজে না পেয়ে পুলিশে(Police) অভিযোগ দায়ের করেন।