নিজের স্ত্রী'কে আত্মহত্যায় (Civic wife commiitted suicide) প্ররোচনা দিচ্ছিলেন দীর্ঘদিন ধরে। এই অভিযোগে গ্রেফতার করা হল এক সিভিক ভলান্টিয়ারকে (Civic volunteer got arrested)। ওই সিভিক ভলান্টিয়ার কৃষ্ণেন্দু জানা হাওড়ার শ্যামপুর থানায় কর্মরত।
স্থানীয় সূত্রে খবর, ২০১৮ সালে পায়েল জানার সঙ্গে বিয়ে হয়েছিল কৃষ্ণেন্দু'র। পায়েল জানার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা, তাঁদের বিয়ের পর থেকেই মানসিক ও শারীরিক নির্যাতন করতেন সিভিক ভলান্টিয়ার (Civic volunteer)।
বিবাহ বহির্ভূত সম্পর্কে (Extra marital affair) জড়িয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী, সেই কারণেই স্ত্রী-এর ওপর নির্যাতন বাড়ে বলে অভিযোগ। পায়েলের পরিবারের দাবি, তার জেরে সোমবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী। মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।