ফের উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। এবার গুলি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ওই গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মন। বয়স ৩৩ বছর। ইতিমধ্যেই যুবকের গুলিবিদ্ধ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, কালিয়াগঞ্জের বিক্ষোভকাণ্ডে পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণুবর্মণকে গ্রেফতার করতে যায় পুলিশ। বুধবার রাতে ওই অভিযান চলাকালীন বিষ্ণুবর্মণকে না পেয়ে এক বয়স্ক ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
সেই সময় বাধা দেন মৃত্যুঞ্জয় বর্মণ নামে ওই যুবক। তখনই পুলিশ বাধা পেয়ে গুলি করে বলে অভিযোগ। যদিও এই ঘটনায় পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনায় পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে বৃহস্পতিবার টুইটারে শুভেন্দু লিখেছেন, 'প্রশাসনিক সন্ত্রাস সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। রাজ্যে আগুন জ্বলছে, চূড়ান্ত বিশৃঙ্খলা। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তখন সম্রাট নিরোর মতো আনন্দে মেতে রয়েছেন। গত সপ্তাহেই সাংবাদিক বৈঠকে কালিয়াগঞ্জের মানুষের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা। ওঁকে এই হত্যার দায় নিতে হবে।'