Mobile phone tips: রাজ্যে ঢুকেছে বর্ষা, হচ্ছে প্রবল বৃষ্টি! ভিজতে পারে ফোন বা ইয়ারবাড, কী করণীয়

Updated : Jul 01, 2024 06:21
|
Editorji News Desk

গোটা ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টি। বাদ নেই আমাদের পশ্চিমবঙ্গও। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেই চিন্তা বাড়ে। কারণ প্রত্যেকের কাছেই থাকে দামী স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টওয়াচ। ফলে ওই গ্যাজেটসে জল পড়লেই খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এই পরিস্থিতি থেকে বাঁচবেন কীভাবে? জানুন সহজ কয়েকটি উপায়-

মোবাইল ফোন- বর্তমানে যে স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ হচ্ছে সেগুলি সাধারণত জল প্রতিরোধক। তবে তুলনামূলক কম দামের ফোনগুলিতে ওয়াটার রেজিস্টেন্স ফিচার থাকে না। সেকারণে বিশেষজ্ঞরা পরামর্শ দেন নতুন স্মার্টফোন কেনার সময় অবশ্যই সেটি ওয়াটার রেজিস্ট্যান্স কিনা তা জেনে নেওয়া জরুরি। 

এছাড়াও, যদি পুরনো ফোন থাকে এবং সেটি যদি জল প্রতিরোধক না থাকে তাহলে বাইরে বেরোনোর সময় প্লাস্টিক কভার লাগানো জরুরি। এছাড়াও ফোনে যদি সিলিকন কভার লাগানো থাকে তাহলে তা খুলে রাখা জরুরি। কারণ, সিলিকন কভারে দীর্ঘক্ষণ জল জমা হয়ে থাকে। সেকারণে জল ফোনে ঢোকার সম্ভানা থাকে। 

স্মার্টওয়াচ- স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে বিচার করলে শতকরা ৮০ শতাংশ মানুষ স্মার্টওয়াচ ব্যবহার করেন। তবে প্রায় সব বড় ব্র্যান্ডের স্মার্টওয়াচ-ই ওয়াটার প্রুফ। সেকারণে স্মার্টওয়াচ নিয়ে বিশেষ করে চিন্তার কোনও কারণ নেই। এমনকি ফাসট্রাক বা টাইটানের মতো বড় ব্র্যান্ডের অ্য়ানালগ ঘড়িও ওয়াটার প্রুফ। তবে মাথায় রাখতে হবে প্রতিটি স্মার্টওয়াচের জল প্রতিরোধের নির্দিষ্ট ক্ষমতা থাকে। সেই বিষয়টি জেনে রাখা জরুরি। 

ইয়ারবাড-ব্লুটুথ ইয়ার বাড হোক বা ওয়ার্ড ইয়ারবাড, কোনও কিছুই সাধারণত ওয়াটার রেজিস্টেন্স হয়না। ফলে জলে ভিজলেই বিকল হয়ে যেতে পারে আপনার পছন্দের ইয়ারবাড। সেকারণে প্রযুক্তি বিশেষজ্ঞরা পরামর্শ দেন বৃষ্টির সময় ইয়ার বাড বা ইয়ারফোন ব্যবহার করা উচিত নয়। এমনকি ময়েস্চারেও ইয়ার বাডের সার্কিটে সমস্যা তৈরি হতে পারে। সেবিষয়ে সচেতন হওয়া জরুরি। 

সিলিকা জেলের ব্যবহার- বর্ষাকাল এলেই সিলিকা জেলের ব্যবহার অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। কারণ বর্ষা কালে আদ্রতার জেরে ফোন, ল্যাপটপ, ক্যামেরা সহ বিভিন্ন ডিভাইসে ফাঙ্গাস পড়ে। এর ফলে ম্যালফাংশেনিং করে ডিভাইসগুলি। ফাঙ্গাস থেকে যে কোনও ডিভাইসকে রক্ষা করতে সিলিকা জেল ব্যবহার করা জরুরি।     

Read More- NEET-এর প্রশ্ন ছড়িয়ে পড়েছিল Dark Web-এ? অন্ধকার জগৎ থেকে বাঁচার উপায়

বর্তমানে লঞ্চ হওয়া বিভিন্ন ডিভাইসে জল প্রতিরোধক ব্যবস্থা থাকলেও বিশেষজ্ঞরা পরামর্শ দেন অতিরিক্ত বৃষ্টির সময়ে কোনও গ্যাজেটস ব্যবহার করা উচিত নয়। কারণ ফোন বা অন্য গ্যাজেটসে একাধিক পোর্ট থাকে। যার মধ্যে দিয়ে ফোনের ভিতরে জল ঢুকলে পছন্দের ডিভাইস বিগড়ে যেতে পারে।

Smartphone

Recommended For You

editorji | প্রযুক্তি

Gun License : বন্দুকের লাইসেন্স পেতে খরচ হয় মাত্র ১০০ টাকা! কীভাবে আবেদন করতে হয় জানেন?

editorji | প্রযুক্তি

Hyperloop: ৩০ মিনিটে খড়গপুর থেকে পুরী! Hyperloop এর পরীক্ষা ভারতে

editorji | প্রযুক্তি

Valentines Day 2025: যৌন জীবন আরও আনন্দদায়ক করবেন? ফোনে রাখুন ৫টি অ্যাপ

editorji | প্রযুক্তি

Budget 2025: বাজেটে প্রযুক্তি ক্ষেত্রে ৫ টি গুরুত্বপূর্ণ ঘোষণা

editorji | প্রযুক্তি

Best Smartphone Under 10K: ১০ হাজারের নীচে বেস্ট স্মার্টফোন