প্রেম দিবসে রঙিন করবেন নিজের যৌন জীবন? ভাবছেন কীভাবে সময় কাটালে খুশি হবে আপনার পার্টনার? সেই নিয়ে ভাবার দিন শেষ। কারণ রয়েছে বেশ কয়েকটি অ্যাপ। যেগুলি ফোনে রাখলেই চিন্তামুক্ত আপনি। ওই অ্যাপই জানিয়ে দেবে, নির্জনে পার্টনারের সঙ্গে কী করবেন অথবা লং ডিস্টেন্সে কীভাবে পার্টনারের মন ভরাবেন? তাহলে আর দেরি নয়, দেখে নিন এই ভিডিয়োর শেষ পর্যন্ত। ভিডিয়ো শুরু করার আগে আপনাদের জানাই, যদি আপনারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভিডিয়োটি কেমন লাগল সেটা কমেন্ট করে জানান।
আপনি কি আপনার ভালোবাসার সম্পর্কে নতুন উত্তেজনা যোগ করতে চান?
আপনি কি চান সেক্স লাইফ আরও মজাদার ও আকর্ষণীয় হোক?
তাহলে এই ৯টি সেরা সেক্স ও ইন্টিমেসি অ্যাপ আপনার জন্য! 💕
#Top 5- Cupla
স্ট্রেস কাটিয়ে বেশি করে রোমান্স উপহার দেবে এই অ্যাপটি! এই অ্যাপের মাধ্যমে আপনার ব্যস্ত শিডিউল ম্যানেজ করতে পারবেন। আপনার এবং আপনার পার্টনারের ফাঁকা সময় খুঁজে দেবে এই অ্যাপটি। এছাড়াও দুষ্টু-মিষ্টি চ্যাটও করতে পারবেন প্রিয়জনের সঙ্গে। WhatsApp ঘাঁটলেও আপনার গোপন চ্যাট থাকবে গোপনই। এছাড়াও একসঙ্গে To Do List তৈরি, স্পেশাল ডেট প্ল্যান করতে পারবেন।
#Top 4- Pillow
কীভাবে কিস করলে আরও খুশি হবে আপনার সঙ্গী বা সঙ্গিনী? সেই বিষয়ে জানার জন্য pillow হতে পারে আপনার সম্পর্কের নতুন সঙ্গী! আগে এটি একটি সাধারণ অ্যাপ ছিল। কিন্তু বর্তমানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কিসিং টেকনিক শেখার দুর্দান্ত অ্যাপ এটি। ১৫ রকমের কিসিং টেকনিক আপনাকে শেখাবে কিভাবে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি করা যায়! উত্তেজনাপূর্ণ মুহূর্তের জন্য প্রস্তুত হতেও সাহায্য় করবে এই অ্যাপ।
#Top 3- Kindu
Couple-দের জন্য Kindu হতে পারে বেস্ট অ্যাপ। এই অ্যাপটি আপনার সম্পর্ক আরও মজবুত, রোমান্টিক করতে সাহায্য করবে! আপনার এবং আপনার পার্টনারের মধ্যে বিভিন্ন রকম রোমান্টিক গেম খেলতে পারবেন। এছাড়াও একাধিক গেমসেরও সন্ধান দেওয়া হয় এই অ্যাপে। বাড়িতে ফাঁকা সময়ে সেগুলি প্রিয়জনের সঙ্গে খেলতে পারেন। নিজের বিশেষ "Wildcards" তৈরি করে এবং আপনার পার্টনারকে চমকে দিন এই অ্যাপের মাধ্যমে!
#Top 2- OhMiBod
আপনার কি লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে? প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে পারছেন না? তাহলে OhMiBod আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা! লং ডিস্টেন্স রিলেশনশিপের জন্য এই অ্যাপটি হবে পারফেক্ট চয়েস। আপনি দূরে থাকলেও ঘনিষ্ঠতার অনুভূতি থাকবে একেবারে জীবন্ত! এই অ্যাপের মাধ্যমে আপনার পার্টনারের সেক্স টয়কে যেকোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব! মিউজিক ও ভাইব্রেশনের এক্সাইটিং কম্বিনেশন উপভোগ করাও যাবে এই অ্যাপে!
#Top 1- Sex Keeper
Sex Keeper অ্যাপ আপনার যৌন জীবন ট্র্যাক করতে সাহায্য করবে – কোথায়, কখন, কতবার, কতক্ষণ, কোন পজিশনে আপনি পার্টনারের সঙ্গে মিলিত হয়েছেন এবং কতটা উপভোগ করেছেন! এছাড়াও আপনার পার্টনার কতটা উপভোগ করছেন সেই সব তথ্যও পাওয়া যাবে ওই অ্যাপে। আপনার ইন্টিমেসিকে স্মার্ট ও উত্তেজনাপূর্ণ করতে এই অ্যাপটি অবশ্যই রাখতে পারেন!