খড়গপুর থেকে পুরী যাওয়া যেতে পারে মাত্র ৩০ মিনিটে। এমনকি জয়পুর থেকে দিল্লি ৪২২ কিমি পথ পৌঁছবে আধ ঘণ্টারও কম সময়ে। ভাবতে পারছেন? ঠিকই শুনছেন। আমি কোনও মজা করছি না। কারণ ভারতে চালু হচ্ছে হাইপারলুপ। তবে এখনই সেই সুবিধা মিলবে না। কবে মিলবে এখনই জানা যায়নি।
দেশের প্রথম ‘হাইপারলুপ’ লাইনের পরীক্ষা হয়ে গেল। রেল মন্ত্রকের সহযোগিতায় ৪২২ মিটার দীর্ঘ ‘হাইপারলুপ’ লাইন তৈরি করেছে আইআইটি মাদ্রাজ। ঘণ্টায় ১১০০ কিমি বেগে ছুটবে এই ট্রেন। যা বুলেট ট্রেনের থেকেও গতি বেশি। একটি বুলেট ট্রেনের সর্বাধিক গতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার।
কিন্তু হাইপারলুপ ট্রেন কী? একটি লো-প্রেশার টিউবের মধ্যে দিয়ে চলে এই সুপারফাস্ট ট্রেন। সাধারণ ট্রেনের মতো একাধিক কামরা নয়, বরং একটিমাত্র কামরা থাকে এতে। মূলত ইলেকট্রিকেই চলে। চৌম্বক শক্তির প্রভাবে কামরাটি লাইন থেকে খানিকটা উপরে উঠে যায়। এর পর ধীরে ধীরে গতি তা বাড়ায়।